পুরানো WinRar আর কত ব্যাবহার করবেন তা ও আবার রেজিস্টার করা না :D এই যে ঝকঝকা নতুন ভারসন 4.01 তা ও আবার রেজিস্টার করা আপনাকে কিছুই করতে হবে না খালি ইন্সটল করবেন আর ব্যাবহার করবেন আর এখানে ভিতরে ২ টা ফাইল পাবেন একটা তে ৬৪ বিট লেখা যাদের নতুন পিসি মানে লেটেস্ট তাদের ৬৪ বিটের পিসি আমার ম্মনে হয় তারপর ও চেক করে নিবেন যার যেইটা লাগে ইন্সটল করেন আর পুরান পিসিতে ৬৪ লেখা নাই যেই ফাইল ওইটা ইন্সটল করবেন আর পিসির বিট চেক করতে right click on My computer<Properties এ যান এখানে দেখতে পারবেন এরপর ও যদি কারো কোন সমস্যা হয় জানাবেন
Download link :
http://www.mediafire.com/?97ssv75y5g1x02t
>> ফাইল ওপেন করবেন যেভাবেঃ
সফটওয়্যারটি ইন্সটল দিয়ে ফাইল এর উপরে Right ক্লিক করুন।
Extract Files এ ক্লিক করুন।
Ok তে ক্লিক করুন।
ব্যাস।।

ফাইলটি আপনার ঐ ফোল্ডার এ জমা হয়ে গিয়েছে।।