Mozilla Firefox Version 4-7 বন্ধ করার সময় Save and Quit এনাবল করুন।
Firefox এ অনেকগুলো ট্যাব খুলে কাজ করছি। হটাৎ একটা ফোন কল এলো, একটু বাইরে যেতে হবে। অনেকগুলো দরকারী ট্যাব খোলা যা পরে এসে প্রয়োজন হবে। কি করা যায়? আমার মনে হয় এই ধরনের সমস্যায় আপনারা ও কম বেশি পরেছেন। Firefox ব্যবহারকারীগন খুব সহজেই এটার সমাধান করতে পারেন।
চলুন দেখা যাক কিভাবে-
১. Firefox এর এড্রেস বারে about:config লিখে এন্টার দিন।
২. This might void your warranty! লেখা সতর্কবাণী দেখতে পাবেন। ঘাবড়াবেন না :) নিচে I’ll be careful, I promise! বাটনে ক্লিক করুন।
৩. Filter এর ঘরে browser.showQuitWarning লিখে এন্টার দিন। browser.showQuitWarning ভ্যালু false লেখা থাকবে।
৪. false এ ডাবল ক্লিক করুন true হয়ে যাবে। এবার Firefox বন্ধ করুন।
এখন থেকে আপনার Mozilla Firefox এ একের অধিক ট্যাব খোলা অবস্থায় বন্ধ করতে গেলে একটা মেসেজ পাবেন যেখানে Save and Quit নামে একটা বাটন পাবেন। আপনি যদি পরে এসে খোলা ট্যাবগুলো ফিরে পাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে Save and Quit বাটনে ক্লিক করলেই হবে। পরেরবার Firefox চালু হওয়ার সময় সবগুলো ট্যাব সয়ংক্রিয়ভাবে খুলে যাবে।
{ Another System Shared By Our Fan, Rifatul Islam Chayon
Firefox>Option>General>When firefox starts থেকে show my windows and tabs from last time দিয়ে দিন }