:: স্ক্রিন উল্টা করে ভড়কে দিন বন্ধুকে – মোবাইল ট্রিকস ::
এখনকার স্মার্টফোনে স্ক্রিন রোটেট করা মামুলি ব্যাপার। কিন্তু মোবাইলটা যদি হয় Nokia 1600, 2310, 2600 বা এই ধরণের তাহলে??!!
ধরেন, আপনার ফ্রেন্ড রুমে মোবাইল রেখে বাইরে বা টয়লেটে গেছে। আপনি রয়েছেন রুমে। দিলেন মোবাইল স্ক্রিন উল্টা করে। আপনার বন্ধুটি এটা দেখে সিওর ভড়কে যাবে। আপনিও পরে সেটা ঠিক করে দিয়ে মহাজ্ঞানী(!) সাজতে পারবেন। হাহাহা………
এখন দেখি কিভাবে…
কঠিন কিছু না, শুধু কী-প্যাডে নিচের কোডগুলো টাইপ করুন-
*#5511#
*#5512#
*#5513#
*#5514#
চারটা কোড চারটা ডিরেকশনে স্ক্রিনকে ঘুরাবে।
যে যে সেটে কাজ করবে – আমার অভিজ্ঞতায় Nokia-র কালার স্ক্রিনসহ কিন্তু ক্যামেরা ছাড়া সেটগুলাতে কাজ করে। যেমন – Nokia 1600, 2310, 2600 ইত্যাদি।