ইন্টারনেট Bandwidth পরীক্ষা করুনঃ
ব্যান্ডউইথ পরীক্ষা করার জন্য নীচে তিনটা লিংক দিলাম। এই সাইটগুলোতে আপনি ডাউনলোড এবং আপলোড স্পীড পরীক্ষা করতে পারবেন।
www.Speakeasy.net
এই সাইটে প্রবেশ করলে বাম পাশে ৮টা লোকেশনের নাম দেখতে পাবেন। এর যে কোন একটাতে ক্লিক করলেই টেষ্ট শুরু হয়ে যাবে এবং শেষ করে আপনাকে ফলাফল দেখাবে। দেখানো ফলাফল সঠিক মনে না হলে আরো কয়েকটা লোকেশন থেকে পরীক্ষা চালান, তাহলে একটা গড় ফলাফল দাড় করাতে পারবেন।
www.Bandwidthplace.com
এই সাইটে পদ্ধতি খুবই সোজা। সাইটে প্রবেশ করলেই একটা বড় মিটার দেখতে পাবেন। বাম পাশে START TEST লেখা একটা গোল বাটন আছে, সেটাতে ক্লিক করলেই কাজ শুরু হয়ে যাবে।
http://reviews.cnet.com/internet-speed-test/
ফাইল ডাউনলোডের জন্য এই সাইটটি সবার কাছে খুব পরিচিত। এদের মিটারটি ও সোজা। ডান পাশে at home, at work, at school এবং other লেখা চারটি বাটন আছে। আপনার জন্য যেটা প্রযোজ্য সেই বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। ফলাফল দেখতে পাবেন।
www.speedtest.net