আমরা আমাদের প্রয়োজনেই বিভিন্ন প্রোগ্রামকে কম্পিউটারে Install করি। কিন্তু প্রায় সময় দেখা যায় যে এই সব প্রোগ্রামের ব্যাবহারের কোনো প্রয়োজন হয় না।
তাই এই সব তখন শুধু শুধু পিসিতে জায়গা দখল করে। এই সকল প্রোগ্রামকে কম্পিউটার হতে Uninstall করাই সব চেয়ে উত্তম। তবে তা করতে গিয়েও আমাদেরকে অনেক সময় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।
যেমন বিভিন্ন ধরণের Error ম্যাসেজ দেখায়,
কম্পিউটার হ্যাং হয়ে যায় ইত্যাদি ইত্যাদি।
তখন তো ঐ সব প্রোগ্রাম Uninstall করা যায়ই না
তাই অনেকে ভাববেন এই সব নিয়ে না মাথা নষ্ট না করাই ভালো + অতিউত্তম।
তবে আমার মতে এই সব নিয়ে ভাবানার দরকার ।
কেন শুধু শুধু কম্পিউটারের জায়গা দখল করে রাখবে ঐ সব অকাজের প্রোগ্রামগুলো ।
কিন্তু এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে এটাই হল প্রশ্ন।
এই ধরণের সকল সমস্যার সমাধান করা সম্ভব এবং অতি সহজেই।
তার জন্য আপনাকে একটি সফটওয়্যার ব্যাবহার করতে হবে। সেই সফটওয়্যারটির নাম হল Your_Uninstaller Pro_7.4.2011.12_সফটওয়্যার
টি যদি আপনার সংগ্রহে না থাকে তাহলে ডাওনলোড করুন।
Download link
http://bit.ly/uCPtTr
তারপর তা Install করুন এবং তা চালু করুন। তারপর প্রোগ্রাম চালু হবে। সিরিয়াল কি দিয়ে সবার আগে রেজিস্ট্রেশন করে নিন , আপডেট করবেন না । ইন্টারনেট CONNECTION অফ রাখুন